
এভাবেই দলের টানে শত বাধা জয় করে হাজির হয়েছেন আওয়ামী লীগের ২০ তম জাতীয় সম্মেলন।
শনিবার ( ২২ অক্টোবর) সকাল ৮টায় রাজধানীর মৎস্য ভবনের সামনে দেখা মেলে বঙ্গবন্ধু পাগল এই নৌকা প্রেমিকের।
গোপালগঞ্জের বঙ্গবন্ধুর সমাধিস্থলের কাছে বসবাস করেন নুরু মিয়া। তার পুরো শরীরে বাংলাদেশের পতাকা। মাথায় সবুজ কাপড় জড়িয়ে তিন চাকার রিক্সা চালিয়ে আস্তে আস্তে তিনি ধাবিত হচ্ছেন সোহরাওয়ার্দী উদ্যানের দিকে। সামনে যাকেই পাচ্ছেন তাকেই সালাম দিচ্ছেন আর বলছেন ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’।
চলতে চলতে বাংলানিউজকে তিনি বলেন, ‘আজো মনে পড়ে বঙ্গবন্ধুর সেই ভাষণ।’ যখন তিনি বলেছেন, ‘তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করো। তবুও শত্রুর কাছে মাথা নত করো না। একেই তো বলে নেতা! তাইতো বঙ্গবন্ধুই আমার শ্রেষ্ঠ নেতা। আর এই নেতার পাগল হয়ে আওয়ামী লীগের সম্মেলনে আসবো না তা কি হয়?
সম্মেলনে আসতে কোনো সমস্যা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘সমস্যা তো হয়েছেই। তবু এখন শান্তি লাগছে সম্মেলনে আসতে পেরে। তবে বুকের ভেতর কোনো কষ্ট থাকবে না যদি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দেখা পাই।
0 comments:
Post a Comment