গতকাল (শুক্রবার) পাক পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নাফিস জাকারিয়া সাপ্তাহিক ব্রিফিংয়ে বলেন, “পাকিস্তান দীর্ঘদিন থেকে বলে আসছে যে, ভারতের দ্রুত বেড়ে চলা পরমাণু অস্ত্র আঞ্চলিক ও আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করেছে।”
পাকিস্তান তার ভাষায় বলেছে, ভারতের বেড়ে চলা পরমাণু অস্ত্র আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করেছে। সীমান্ত সংঘর্ষ ও কাশ্মির ইস্যুতে যখন দু দেশের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে তখন ভারতের পরমাণু অস্ত্র ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলল পাকিস্তান।
পাকিস্তানের ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন বলছে, সাম্প্রতিক এক গবেষণা তথ্য থেকে জানা গেছে যে, ভারতের কাছে যে উপাদান রয়েছে তা দিয়ে ৩৫৬ থেকে ৪৯২টি পরমাণু বোমা তৈরি করা সম্ভব। ভারতের কাছে পরমাণু অস্ত্র ও বোমা তৈরির যে উপাদান মজুদ রয়েছে বলে আগে অনেকে ধারণা করতেন এ পরিমাণ তার চেয়ে অনেক বেশি। ভারতের এই পারমাণবিক সম্ভাবনার বিষয়ে পাক মুখপাত্র নিজেও একমত প্রকাশ করেছেন।
0 comments:
Post a Comment