ছাত্রলীগ নেতা তোফাজ্জল হোসেন পানছড়ি উপজেলার উল্টাছড়ি ইউনিয়নের বাঙালি গুচ্ছ গ্রামের সভাপতি মো. হানিফ মিয়ার ছেলে এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আবু তাহেরের ছোট ভাই।

খাগড়াছড়ির পানছড়ি উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন বিয়ের প্রলোভন দেখিয়ে নবম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে  তাকে আটক করে স্থানীয় লোকজন। 

গতকাল সোমবার রাতে হাতে নাতে আটকের পর আজ মঙ্গলবার সকালে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আটকের সত্যতা নিশ্চিত করে পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জব্বার বলেন, এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন। মামলা নেওয়ার পর আটক ছাত্রলীগ নেতাকে আদালতে পাঠানো হয়েছে। 

ভিনগ্রহীরা আগামী বছর পৃথিবীতে হামলা চালাতে আসছে বলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সতর্ক করে বিশেষ বার্তা পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ওবামার ওই সতর্কবার্তা পুতিন হালকাভাবে নেননি।

সম্প্রতি এ সংক্রান্ত একটি নথি ফাঁস হওয়াতেই তা প্রকাশ্যে এসেছে। ক্রেমলিনের ওই নথি থেকেই জানা যাচ্ছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শীর্ষ গোপন বৈঠক হয়েছে।
ফাঁস হওয়া এই ডকুমেন্ট নিয়ে ইউটিউবে একটি ভিডিও ঘুরছে।
এই ভিডিও ক্লিপটি ২৭ অক্টোবরের। যার শিরোনাম দেওয়া হয়েছে, রাশিয়াকে সতর্ক করল আমেরিকা।

এলিয়েনরা আসছে। সম্ভবত ২০১৭-তেই এলিয়েনরা অ্যাটাক করবে।
মিসাইলের উপর জোর দিতে বলে জানায় আমেরিকা। এমন শক্তিশালী মিসাইল, যা পৃথিবীর সবপ্রান্তে পৌঁছে যেতে পারে। যাতে যে কোনো প্রান্ত থেকেই এলিয়েনদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হয়।
ইউটিউবের এই ফুটেজে উপস্থাপক জানান, বাইডেন ওবামার হয়ে এই আশঙ্কার বার্তাটি পুতিনের কাছে পৌঁছে দিয়েছেন। শুধু বার্তা পৌঁছনো নয়, সম্ভাব্য হামলা মোকাবিলায় কী করা যায়, তা নিয়েও দু-দেশের আলোচনা হয়।
পৃথিবী-জোড়া এই মিসাইল তৈরি নিয়ে রাশিয়ার সহযোগিতা চাওয়া হয়েছে।
আমেরিকার দাবি অনুযায়ী, ২০১৭ সালের সেপ্টেম্বরে এলিয়েনদের এই হামলা হবে। নাসার স্যাটেলাইটে ইউএফও ধরা পড়েছে। যেটা
আমাদের সিস্টেমের মধ্যে ঢুকে পড়েছে বলেই দাবি আমেরিকার।
গোটা ভিডিওটি মাত্র ৬ মিনিটের। উপস্থাপক জানাচ্ছেন, গোপন বৈঠকের পর পুতিনও এটা বিশ্বাস করছেন, এলিয়েনরা হামলা করতে আসছে।

মৌলভীবাজার শহরে রিনা ভৌমিক (৫৫) নামে এক নারীকে খুনের কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলে উৎপল ভৌমিকের (৩২) বিরুদ্ধে।
রবিবার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় শহরের সৈয়ারপুর এলাকার লোকনাথ মন্দিরের পাশে এ ঘটনা ঘটে।
প্রতিবেশীরা জানায়, বিকেল সাড়ে ৩টার দিকে পারিবারিক বিষয় নিয়ে মায়ের সঙ্গে উৎপল ভৌমিকের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি মাকে দা দিয়ে এলোপাতারি কুপিয়ে হত্যা করেন।
পরে মায়ের মরদেহ টেনে-হিচড়ে ঘর থেকে বাইরে এনে উঠানের মধ্যে ফেলে রাখে। ঘটনার পর প্রতিবেশীরা উৎপল ভৌমিককে আটক করে পুলিশে সোপর্দ করেন।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অকিল উদ্দিন আহম্মদ জানান, রিনা ভৌমিকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এখন থেকে সাইকেল কিংবা মোটরসাইকেল চুরি করতে গেলেই বমি করে মারা যাবে চোর। শুনতে অবাক লাগলেও ঘটনা সত্যি। আবার যে সে বমি নয়, একেবারে বেপরোয়া বমি, যা সহজে থামবার নয়। ব্যাপারটা একটু পরিষ্কার করে বলা যাক।

আমেরিকার সানফ্রান্সিকো শহরের বাসিন্দা ড্যানিয়েল। যত বার মোটর বাইক কিনে আনেন, ততবারই তা চুরি হয়ে যায়।
এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য তার এক ‘কেমিস্ট’ বন্ধুকে সঙ্গে শুরু করলেন নতুন ধরণের ‘বাইক লক’ বানানোর চেষ্টা। তার চেষ্টা বিফলে যায়নি।
ড্যানিয়েল জানিয়েছেন, ‘এই লকের মধ্যে এক ধরনের কেমিক্যাল দেওয়া থাকে, যা মানুষকে আচ্ছন্ন করে রাখে। তবে পুরোপুরি অজ্ঞান করে না।
বরং মাথার মধ্যে ঝিমঝিম ভাব এনে দেয়। সঙ্গে থাকে বিশেষ এক রকমের গ্যাস, যা নাকে যাওয়া মাত্রই গা গুলিয়ে উঠবেই, পাশাপাশি বমি।’
ড্যানিয়েল জানান, ‘প্রথমে এই লকটা আমরা নিজেদের ওপর ট্রাই করি। তারপরই বাজারে নিয়ে আসার কথা ভাবতে শুরু করি।’ এই লকের খপ্পরে যদি কোনো বাইক চোর পরে, তাহলে সে সারাজীবনের মতো বাইক চুরি ভুলে যাবে।’
ড্যানিয়েল এই লকের নাম রেখেছেন ‘সাঙ্কলক’। আমেরিকা ছাড়াও এই লক ছড়িয়ে পড়েছে নেদারল্যান্ডস, ব্রিটেন, সাউথ আফ্রিকা, কানাডাতেও। তবে এশিয়ার দেশগুলোতে কবে এই লক বাজারে আসবে তা জানা যায়নি।

মঙ্গলবার রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় ওরেবার্গ অঞ্চলের দমবারোভস্কি এলাকা থেকে দেশের পূর্বাঞ্চলীয় কামচাটকার কুরা অঞ্চল অভিমুখে ওয়্যারহেডটি উৎক্ষেপণ করা হয়। এই ওয়্যারহেডটি ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা ব্যুহ ভেদ করতে সক্ষম।
আবারও শক্তি পরীক্ষা করল রাশিয়া। নিউক্লিয়ার অস্ত্র বহনে সক্ষম দ্রুতগতির ইঞ্জিনবিহীন ওয়্যারহেডের সফল পরীক্ষা চালাল রাশিয়া। এটি ৪২০২ নামেও পরিচিত। এই প্রথমবারের মতো সেকেন্ডে সর্বোচ্চ সাত কিলোমিটার উচ্চতায় পৌঁছতে সক্ষম এই ওয়্যারহেডের সম্পূর্ণ সফল পরীক্ষা চালানো হল। এক প্রতিবেদনে এমনটাই খবর জানিয়েছে রাশিয়ান সংবাদমাধ্যম রাশিয়া টুডে।

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুদের মন্দির ও বাড়িঘরে হামলা-ভাঙচুর-লুটপাটের ঘটনায় এখনও পর্যন্ত দুটি মামলা রুজু করা হয়েছে। স্থানীয় বারোয়ারি মন্দিরের পুরোহিতসহ দুই ব্যক্তির দায়ের করা মামলা দুটিতে মোট ১০০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনার পরেই বাংলাদেশ জুড়ে শুরু হয়েছে বিক্ষোভ।
পুলিশ জানিয়েছে, দুটি মামলাই দায়ের করা হয়েছে সোমবার সকালে। একটি মামলা করেছেন দত্তবাড়ির কাজল জ্যোতি। অন‌্যটির বাদী বারোয়ারি মন্দিরের পুরোহিত নির্মল চৌধুরী। প্রত্যেক মামলায় অজ্ঞাত পরিচয়ের ১০০০ থেকে ১২০০ জনকে আসামি করা হয়েছে। এছাড়া আরও কয়েকটি মামলা রুজু প্রক্রিয়ার মধ্যে রয়েছে। যদিও এই ঘটনায় যুক্ত সন্দেহে এখনও পর্যন্ত ৯জনকে গ্রেফতার করা হয়েছে।

এই প্রথম টেস্ট ক্রিকেটের প্রতিষ্ঠিত কোনো শক্তির বিরুদ্ধে জয় পাওয়ায় টাইগারদের গণভবনে সংবর্ধনা দেয়ার ঘোষণাও দিয়েছেন শেখ হাসিনা।
ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় পাওয়ায় টাইগার অধিনায়ক মুশফিকুর রহীমকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার রাতে মুশফিককে ফোন করেন তিনি।

এ সময় বাংলাদেশ ক্রিকেটের নতুন তারকা মেহেদী হাসান মিরাজ ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রী।
ঢাকা টেস্টের দু’দিন হাতে রেখেই ইংল্যান্ডের মতো শক্তিশালী দলকে ১০৮ রানের বিশাল ব্যবধানে হারায় বাংলাদেশ। এর আগেও টেস্টে বাংলাদেশের জয় রয়েছে। তবে সেগুলো কোনো প্রতিষ্ঠিত শক্তির বিপক্ষে ছিল না। জিম্বাবুয়ে আর ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল বাংলাদেশ।
জিম্বাবুয়ে এমনিতেই দুর্বল দল। ওয়েস্ট ইন্ডিজের মাটি থেকে সিরিজ জিতে এলেও, সেবার ক্যারিবীয়রা নিজেদের ‘এ’ দলকে জাতীয় দলের মোড়কে নামিয়ে দিয়েছিল বাংলাদেশের বিপক্ষে। সুতরাং সেই ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল বাংলাদেশ।
এবার ভঙ্গুর কোনো শক্তি নয়। পূর্ণশক্তির ইংল্যান্ড। এমন একটি দলকে হারিয়ে ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশ। বাংলাদেশের দেয়া ২৭২ রানের চ্যালেঞ্জ টপকাতে গিয়ে ১৬৪ রানেই অলআউট ইংল্যান্ড। মেহেদী হাসান মিরাজ একাই নেন ৬ উইকেট। একইসঙ্গে ১২৯ বছরের বিরল একটি রেকর্ড ভেঙেছেন মিরাজ। দুই টেস্টে সর্বাধিক ১৯টি উইকেট নিয়েছেন তিনি। এছাড়া ইনিংসের বাকি চার উইকেট নিয়েছেন সাকিব আল হাসান।
মুশফিকদের জয়ের পরপরই অভিনন্দন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি থেকে শুরু করে সমাজের নানা স্তরের মানুষ। এরপর সাকিব-মিরাজের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী।


আবার ধারাবাহিক শিশু ধর্ষণের লোমহর্ষক ঘটনা ভিডিও !! দিনাজপুরের শিশু ধর্ষণের ঘটনার সাদৃশ, 




ভন্ড পীরের ভন্ড ছেলের ভন্ডামী দেখুন ভিডিও




,কুমিল্লার লম্পট ভন্ড পীরের কান্ড দেখুন, এগুলো নাকি আধুনিক চিকিৎসা

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, পুলিশের কোন সদস্য যদি সন্ত্রাস বা মাদকের সাথে জড়িয়ে পরে তাহলে তাদের বিরুদ্ধে উর্দ্ধতন কর্মকর্তাদের কাছে অভিযোগ করুন। জনগণকে মূল্যায়ন না করলে কোন ওসির থানায় থাকার দরকার নাই। তাদেরকে পুলিশ লাইনে রেখে দেয়া হবে। পৃথিবীর সব দেশে জঙ্গিদের সরাসরি ‘ক্রসফায়ার’ করা হয়। তবে বাংলেদেশে জঙ্গিদের আত্মসমর্পণের সুযোগ দেয়া হয়। কিন্তু জঙ্গিরা গ্রেফতার হতে চায় না। উদের কাছে বোমা, ধারালো অস্ত্র ও গ্রেনেট থাকে। তাই তাদের গ্রেফতার করা সম্ভব নয়। পুলিশের মনবলকে দুর্বল করার জন্যই তারা পুলিশের সংঙ্গে বন্দুকযুদ্ধে জড়াচ্ছে, মারা পড়ছে। কিন্তু একটি গোষ্ঠি এটা সহ্য করতে পারছে না। তারা জঙ্গি দমনে এমন কার্যক্রমের সমালোচনা করছেন। আজ বিকেলে ঝালকাঠি পুলিশ লাইন মাঠে কমিউনিটি পুলিশিং ও জঙ্গি-সন্ত্রাস বিরোধী সমাবেশে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
আইজিপি আরও বলেন, কোন ব্যক্তি যাতে অপরাধমূলক কাজে জড়াতে না পারে সে জন্য সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পুলিশের পাশাপাশি সমাজের সাধারণ মানুষকে নিয়ে কাজ করাই হচ্ছে কমিউনিটি পুলিশিং। যাতে সন্ত্রাস, মাদকসহ সকল ধরনের অন্যায় কাজ কমিয়ে আনা যায় সে লক্ষ্যেই কমিউনিটি পুলিশ কাজ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথিরি বক্তব্যে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, আজকে সারা দুনিয়ার কাছে বাঙালি জাতি মাথা উচু করে দাঁড়িয়েছে। এ গর্ব ষোলকোটি মানুষের। তবে অজ্ঞতা ও ধর্মান্ধতার কারণে জঙ্গিবাদ ও মাদক মাথাচারা দিয়েছে। কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে তা দূর করতে হবে।
ঝালকাঠির পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট আ. এান্নান রসুলের সভাপতিত্বে সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বরিশাল রেঞ্জের ভারপ্রাপ্ত ডিআইজি আকরাম হোসেন, ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাক খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার।


সুনামগঞ্জে

র অপরুপ দৃশ্য, প্রাকৃতিক সৌন্দর্যে ভরা,

দেশের উপকূলে প্রস্তুত রয়েছে ৪০ টি যুদ্ধজাহাজ, মেরিটাইম ফাইটার জেট, প্যাট্রল এয়ারক্রাফট ও ড্রোন। এছাড়া নৌবাহিনীর অভাব মেটাতে কি কি প্রয়োজন তা জানতে একটি বিশেষ কমিটি তৈরি করা হয়েছে, যাতে রয়েছেন সার্ভিস ভাইস চিফ লেফট্যানেন্ট জেনারেল বিপিন রাওয়াত, এয়ার মার্শাল বিএস ধানোয়া ও ভাইস অ্যাডমিরাল কেবি সিং। বিশেষজ্ঞদের অনুমান, সীমান্তে সংঘর্ষ বিরতি লঙ্ঘনের মধ্যে দিয়ে কোনও বড়সড় ছক কষছে পাক সেনাপ্রধান রাহিল শরিফ। ভারতের মাটিতে হামলা হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। রাহিল শরিফের মেয়াদ শেষ হচ্ছে আগামী নভেম্বরে। মেয়াদ বাড়াতেই এইভাবে অশান্তি জিইয়ে রাখছেন রাহিল শরিফ। এমনটাই ধারণা বিশেষজ্ঞদের। মেয়াদ না বাড়ানো হলেও অন্তত একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকতে চাইছেন তিনি।
পশ্চিম উপকূলে যুদ্ধের পরিস্থিতি। একদিকে যখন, সীমান্তে গুলির
 শব্দে কান পাতা দায় আর রক্তের দাগে ভরা তখন পশ্চিম উপকূল জুড়ে রণতরী আর যুদ্ধজাহাজ সাজাচ্ছে ভারতীয় নৌবাহিনী। যে কোনও পরিস্থিতির মোকাবিলা করার সবরকম প্রস্তুতি নিচ্ছে তারা। এক বড়সড় যুদ্ধ মহড়ায় অংশ নিতে চলেছে এগুলি। যে মহড়ার নাম ‘পশ্চিম লেহের’ আরব সাগরে আগামী সপ্তাহ থেকে চলবে এই মহড়া।

মূলত সুন্দরবনী, পুঞ্চ, বিম্বার, তাংধার, কাঠুয়া, হীরানগর, সাম্বা সেক্টরে গুলি চালাচ্ছে পাক সেনা। ছোঁড়া হচ্ছে ৮২ এমএম মর্টার, চালানো হচ্ছে মেশিন গান। সার্জিক্যাল স্ট্রাইকের পে থেকে মোট ৫৭ বার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে পাক সেনা। সুতরাং যুদ্ধ পরিস্থিতি তৈরি না হলেও অশান্তির পারদ যথেষ্টই বাড়ছে।-কলকাতা-২৪ 


দিনাজপুরের পার্বতীপুরে পাশবিক ও পৈশাচিক বর্বরতার শিকার শিশুটির পরিবারের মধ্যে বিরাজ করছে শংকা আর আতঙ্ক। একদিকে শিশুর জীবন রক্ষা ও অন্যদিকে শিশুটির ভবিষ্যৎ নিয়ে চরম উদ্বিগ্ন তারা। সভ্য সমাজে এমন লোমহর্ষক ঘটনায় ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসি।
https://newsresent24.blogspot.com/. Powered by Blogger.

Blog Archive

SS Connections

Name

Email *

Message *

Featured Post

অনলাইন মিডিয়া জোন: পলাতক’ সাব্বির ‘হাতকড়া অবস্থায় ‘গোলাগুলিতে’ নিহত !...

অনলাইন মিডিয়া জোন: পলাতক’ সাব্বির ‘হাতকড়া অবস্থায় ‘গোলাগুলিতে’ নিহত !... : যশোর বাঘারপাড়া থানার এএসআই নিয়ামুল ভোর চারটা ৪০ মিনিটের দিকে সুবর...

Search This Blog

Update

রাজধানীর দক্ষিণখানের আশকোনায় জঙ্গি আস্তানায় চূড়ান্ত অভিযানে সোয়াত।

Video

Popular Posts

Breaking News

স্কুল ছাত্রীকে ধর্ষণ পানছড়িতে , ছাত্রলীগ নেতাকে গণধোলাই দিয়ে পুলিশে হস্তান্তর । !

Slider Display