ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুদের মন্দির ও বাড়িঘরে হামলা-ভাঙচুর-লুটপাটের ঘটনায় এখনও পর্যন্ত দুটি মামলা রুজু করা হয়েছে। স্থানীয় বারোয়ারি মন্দিরের পুরোহিতসহ দুই ব্যক্তির দায়ের করা মামলা দুটিতে মোট ১০০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনার পরেই বাংলাদেশ জুড়ে শুরু হয়েছে বিক্ষোভ।
পুলিশ জানিয়েছে, দুটি মামলাই দায়ের করা হয়েছে সোমবার সকালে। একটি মামলা করেছেন দত্তবাড়ির কাজল জ্যোতি। অন্যটির বাদী বারোয়ারি মন্দিরের পুরোহিত নির্মল চৌধুরী। প্রত্যেক মামলায় অজ্ঞাত পরিচয়ের ১০০০ থেকে ১২০০ জনকে আসামি করা হয়েছে। এছাড়া আরও কয়েকটি মামলা রুজু প্রক্রিয়ার মধ্যে রয়েছে। যদিও এই ঘটনায় যুক্ত সন্দেহে এখনও পর্যন্ত ৯জনকে গ্রেফতার করা হয়েছে।
0 comments:
Post a Comment