
শুক্রবার গভীর রাতে হীরানগর এলাকায় পাক-ভারত সীমান্তরক্ষীদের মধ্যে গোলাগুলি হয়। দিনের বেলাতেও হীরানগর, সাম্বা এবং আখনুরে গুলি চালানো হয়। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের দাবি, শুক্রবারের গোলাগুলিতে এক সন্ত্রাসী এবং ৭ পাকিস্তানি রেঞ্জার নিহত হয়েছে। তবে পাকিস্তানের আইএসপিআর’এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আসিম সালিম ৭ রেঞ্জার নিহত হওয়ার দাবি নাকচ করে দিয়ে তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে সীমান্ত জম্মুতে যেসব গ্রাম পাক রেঞ্জারের ফায়ারিংয়ের আওতায় আসতে পারে সেসব গ্রামকে সতর্কতামূলকভাবে খালি করা হয়েছে। সীমান্ত এলাকার বাসিন্দাদের বাড়ির বাইরে বের হতে নিষেধ করা হয়েছে। বিএসএফকে ২৪ ঘণ্টা সতর্ক অবস্থায় রাখা হয়েছে। এবং প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলো বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে সীমান্ত জম্মুতে যেসব গ্রাম পাক রেঞ্জারের ফায়ারিংয়ের আওতায় আসতে পারে সেসব গ্রামকে সতর্কতামূলকভাবে খালি করা হয়েছে। সীমান্ত এলাকার বাসিন্দাদের বাড়ির বাইরে বের হতে নিষেধ করা হয়েছে। বিএসএফকে ২৪ ঘণ্টা সতর্ক অবস্থায় রাখা হয়েছে। এবং প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলো বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।
0 comments:
Post a Comment